সংবাদ পরিক্রমা
- রাশিয়া চাইলে তুরষ্কের মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করতে পারবেঃ তুর্কী প্রধানমন্ত্রী
ইউকেবেঙ্গলি - লণ্ডন, ২১ অগাষ্ট ২০১৬, রোববারঃ তুরষ্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি রাশিয়াও ব্যবহার করতে পারবে, যদিও রুশ কর্তৃপক্ষ এ-বিষয়ে কোন অনুরোধ করেনি। গতকাল ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছে তুরষ্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
সিরিয়ার সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আদানা প্রদেশে অবস্থিত ইন্সিরলিক বিমানঘাঁটিটি মূলত তুরষ্ক ও যুক্তরাষ্ট্র ব্যবহার করে থাকে। বর্তমানে এটি মার্কিন বিমান বাহিনীর সিরিয়া অভিযানে ব্যহৃত হচ্ছে।
রাশিয়া এই বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে -- এমন সংবাদ প্রতিবেদনের সত্যতা নাকচ করে দেন প্রধানমন্ত্রী ইল্দিরিম। তিনি বলেন, "প্রয়োজন পড়লে রাশিয়া ইন্সিরলিক ঘাঁটি ব্যবহার করতে পারবে। তবে আমার মনে হয় না তাদের তেমন প্রয়োজন রয়েছে, কারণ সিরিয়াতেই দু'টো রুশ ঘাঁটি রয়েছে"।
গতকালকের সংবাদ সম্মেলনে তুর্কী প্রধানমন্ত্রী আরও বলেন, "আগামী ছয়মাস সিরিয়াতে আমরা আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবো"।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিরিয়ার অন্তঃস্থ সঙ্কটের বহিঃস্থ কারণ
- 'ন্যাটো-বিরোধী' জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনে যোগ দিলো ন্যাটো-সদস্য তুরষ্ক
- সিরিয়ার জল-সীমায় মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্রঃ আরেকটি যুদ্ধ কি প্রত্যাসন্ন?
- ক্যু-পরবর্তী প্রথম বিদেশ সফরে রাশিয়ায় এর্দোয়ানঃ স্বাগত জানিয়েছে জার্মানী
- 'ঝুঁকিপূর্ণ' পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থায়নে রুশ-বাংলা ঋণ-চুক্তি