সংবাদ পরিক্রমা
- রায়ট-বিচারে মাত্রা-জ্ঞান হারানোর ঝুঁকিঃ হুঁশিয়ারি প্রাক্তন প্রসেকিউশন পরিচালকের
ইউকেবেঙ্গলি, ১৭ অগাস্ট ২০১১, বুধবারঃ ইংলিশ রায়টের সাথে সংশ্লিষ্টদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দেবার জন্য প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোনের অনুরোধের ধারায় দিন-রাত ধরে আদালত চালিয়ে যাদেরকে যে-শাস্তি দেয়া হয়েছে, তাতে আদালত সম্মিলিতভাবে মাত্রা-জ্ঞানহীনতায় ভেসে যাবার ঝুঁকিতে পড়েছে বলে হুশিয়ারি দিয়েছেন লর্ড কেন ম্যাকডৌন্যাল্ড কিউসি।
সাড়ে তিন পাউন্ডের পানি চুরির জন্য ৬ মাসের আর ফেইসবুকে রায়ট উস্কানোর ব্যর্থ চেষ্টার কারণে ৪ বছরের কারাদণ্ডকে ‘সম্মলিত মাত্রাজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছেন লর্ড ম্যাকডৌন্যাল্ড।
পাঁচ বছর যাবৎ ইংল্যান্ড ও ওয়েলসে ডাইরেক্টের অফ পাবলিক প্রসেকিউশন হিসেবে দায়িত্ব পালন করা লর্ড ম্যাকডৌন্যাল্ড আদলতের দেয়া এ-ধরণের শাস্তিতে ‘মানবিকতা ও ন্যায়বিচারের’ অভাব রয়েছে বলে সমালোচনা করেন।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ইংলিশ-রায়ট নিয়ে ইংলিশ-ঝগড়াঃ জনগণের অনাস্থা পুলিসে আর পুলিসের অনাস্থা সরকারে
- দাঙ্গার আগুনে গৃহ-হারাদের ক্ষতিপূরণ দেয়া হবেঃ দাবী করতে হবে ৪২ দিনের মধ্য
- বুলেট ও জল-কামান ব্যবহারের হুকুমঃ প্রাণ-নাশ ৪ ও গ্রেফতার সহস্রাধিক
- লন্ডনের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে সারা ব্রিটেইনেঃ গুলির হুকুম ক্যামেরোনের
- পুলিসের গুলিতে যুবকের মৃত্যুঃ প্রতিবাদ থেকে প্রতিশোধে লন্ডন জুড়ে লুন্ঠন ও অগ্নিসংযোগ