সংবাদ পরিক্রমা
- লণ্ডনে 'সন্ত্রাসী' হামলাকারী জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক খালিদ মাসুদ
ইউকেবেঙ্গলি - লণ্ডন, ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবারঃ গতকাল লণ্ডনে পার্লামেণ্ট ভবনের মুখে পথচারী ও পুলিসকে হামলাকারীর নাম খালিদ মাসুদ বলে দাবী করেছে পুলিস। এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী থেরিসা ম্যে সংসদকে বলেছিলেন যে, হামলাকারী ব্রিটেইন জন্ম নেয়া বৃটিশ নাগরিক।
বায়ান্ন বছর বয়েসী খালিদ মাসদের জন্ম কেণ্টে, তবে গোয়েন্দারা বিশ্বাস করেন, হামলার আগে তিনি পশ্চিম মিডল্যাণ্ডসে বসবাস করছিলেন। আভ্যন্তরীন গোয়েন্দাবাহিনী এমআইফাইভ অতীতে তার সহিংস চরমপন্থার সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ তদন্ত করেছিলো।
যদিও সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি, তবে অন্যান্য কয়েকটি অপরাধে অতীতে খালিদ মাসুদের অন্ততঃ তিনবার সাজা হয়েছিলো। পুলিস বলছে, তার একাধিক ছদ্মনামও ছিলো।