সংবাদ পরিক্রমা
- সমকামীদের প্রবেশ নিষেধ উপসাগরীয় দেশগুলোয়ঃ ডাক্তারী পরীক্ষা বিমানবন্দরে
ইউকেবেঙ্গলি - ৮ অক্টোবর ২০১৩, মঙ্গলবারঃ কুয়েত, সৌদি আরব-সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে সমকামীদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা এক মন্তব্যের উদ্ধৃতি দিয়ে ডেইলি ইণ্ডিপেণ্ডেণ্ট জানিয়েছে এ-খবর।
তেলসমৃদ্ধ উপসাগরীয় ৬টি সুন্নি-মুসলিম-প্রধান দেশ কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন নিয়ে গাল্ফ কো-অপারেশন কাণ্ট্রিস (জিসিসি) গঠিত। এ-দেশগুলোতে প্রবেশের সময় ডাক্তারী পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন কুয়েতের জনস্বাস্থ্য সংস্থার পরিচালক ইউসুফ মিন্দকার।
স্থানীয় আল-রাই পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে মিন্দকার বলেন, "সমকামী চিহ্নিত করতে [বিমানবন্দরের] স্বাস্থ্য-কেন্দ্রগুলোতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।" চিহ্নিত ব্যক্তিদেরকে জিসিসি অন্তর্ভূক্ত দেশগুলোতে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।
উপসাগরীর সবগুলো দেশেই সমকামীতা নিষিদ্ধ। কুয়েতে এ-কর্মের জন্য ১০ বছরের কারাদণ্ড ও সৌদি আরবে প্রাণদণ্ডের বিধান রয়েছে। 'সমকামীদের প্রতি সহানুভূতি-পূর্ণ' লেখা প্রকাশের অভিযোগে কয়েকদিন আগে ওমানের 'দ্য উইক' পত্রিকা নিষিদ্ধ করে দেয়া হয়।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিরিয়া-সমঝোতাঃ বিদায়, বিশ্বের একমেরুতা!
- সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র দিতে চায় ব্রিটেইন-ফ্রান্সঃ অনাগ্রহী জার্মানী-অস্ট্রিয়া-সুইডেন
- সিরিয়ার অন্তঃস্থ সঙ্কটের বহিঃস্থ কারণ
- সিরিয়া গৃহযুদ্ধঃ রাশিয়াকে ঘুষ-প্রস্তাব ও হুমকি প্রদান সৌদি আরবের
- ব্রাজিলে এক পুরুষের সাথে দুই নারীর ত্রিভূজ বিয়েঃ বদলে যাচ্ছে পরিবারের ধারণা?