সংবাদ পরিক্রমা
- সিরিয়ায় ইসরায়েলের বোমাবর্ষণঃ যুক্তরাষ্ট্রে সিরীয় দূতাবাস বন্ধ করেছে মার্কিন কর্তৃপক্ষ
ইউকেবেঙ্গলি - ২০ মার্চ ২০১৪, বৃহস্পতিবারঃ গতকাল অধিকৃত গোলান মালভূমির সিরীয় অংশের অভ্যন্তরে গতকাল বোমাবর্ষণ করেছে ইসরায়েলের বিমানবাহিনী। এতে অন্ততঃ একজন সিরীয় সেনার প্রাণহানি-সহ ৭ জন আহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ-সংবাদ জানিয়েছে রয়টার্স। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবস্থিত সিরিয়ার সকল দূতাবাস বন্ধ করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
সিরিয়ার একটি সেনা-দপ্তর, একটি প্রশিক্ষণ শিবির ও একটি গোলন্দাজ অবস্থান-সহ মোট তিনটি সেনা-লক্ষ্যবস্তুতে বোমা ফেলে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, একটি সড়ক-পার্শ্ব বোমায় তাদের চারজন সেনা আহত হওয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে এ-হামলা চালানো হলো। সিরিয়া নিন্দা জানিয়েছে এ-হামলার, তবে এর প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করা হবে সে-বিষয়ে কিছু উল্লেখ করেনি।
অন্যদিকে সিরিয়া ও রাশিয়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রে সিরিয়ার দূতাবাস বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একে কূটনীতি বিষয়ক ভিয়েনা কনভেনশনের 'স্পষ্ট লঙ্ঘন' বলে বর্ণনা করেছে। মস্কো একে 'চিন্তার ও হতাশার' ব্যাপার বলে উল্লেখ করে ওয়াশিংটনের কর্মের উদ্দেশ্যকে দামেস্কের 'সরকার বদল' বলে আখ্যায়িত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে নিজ-কর্মের সাফাই গেয়ে বলেছে, দূতাবাস বন্ধ করে দেয়া হলেও তাতে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় যায়নি।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিরিয়া-সমঝোতাঃ বিদায়, বিশ্বের একমেরুতা!
- ভূমধ্য সাগরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণঃ সাথে ছিলো যুক্তরাষ্ট্র
- সিরীয় বিদ্রোহীদের মধ্যে ইসলামবাদীদের আধিপত্যঃ মার্কিন ও ব্রিটিশ সহায়তা বন্ধের ঘোষণা
- সিরিয়ার দামেস্ক-সংলগ্ন বিদ্রোহ কবলিত শহরে সরকারী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত
- সিরিয়ায় আবারও ইসরায়েলের বিমান হামলাঃ লক্ষ্য রাশিয়ান ক্ষেপণাস্ত্র