সংবাদ পরিক্রমা
- সিরিয়ায় বিদ্রোহীরা পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছেঃ হিউম্যান রাইটস ওয়াচ
ইউকেবেঙ্গলি - ১১ অক্টোবর ২০১৩, শুক্রবারঃ সিরিয়ায় আড়াই বছরেরও বেশি পুরনো গৃহযুদ্ধে সুন্নি বিদ্রোহীরা পরিকল্পিতভাবে শিয়া নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) । একে মানবতা-বিরোধী ও যুদ্ধাপরাধ বলে সাব্যস্ত করেছে সংস্থাটি। এর আগে জাতিসঙ্ঘও জানিয়েছিলো, যুদ্ধে উভয় পক্ষই যুদ্ধাপরাধ সঙ্ঘটিত করেছে।
সম্প্রতি এইচআরডব্লিউ এ-রকম নির্দিষ্ট একটি ঘটনার তদন্ত করে। গত ৪ঠা অগাস্ট শুরু হওয়া লাতাকিয়ার বিদ্রোহীদের আক্রমনে সরকারী সেনাবাহিনী পিছু হটার সময় সঙ্ঘটিত সহিংস ঘটনার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসে অন্ততঃ ১৯০ জন বেসামরিক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে বিদ্রোহীরা।
এইচআরডব্লিউ-এর ভারপ্রাপ্ত মধ্যপ্রাচ্য পরিচালক জৌ স্ট্রর্ক বলেন, "বেসামরিক [শিয়া] নাগরিকদের উপরে পরিচালিত এ-অভিযান ছিলো পূর্ব-পরিকল্পিত ও সমন্বিত"।
এ-দুষ্কর্মের সাথে জড়িত ছিলো পশ্চিমা দেশগুলোর সরাসরি সমর্থনপুষ্ট ফ্রী সিরিয়ান আর্মি-সহ অন্ততঃ ২০টি ভিন্ন-ভিন্ন বিদ্রোহী দল বা উপদল। এদের মধ্যে আল-কায়েদার সাথে নিবির সম্পর্কযুক্ত আল-নুসরা ফ্রণ্ট ও ইসলামিক স্টেইট অফ ইরাক এ্যাণ্ড আশ-শাম্সের কয়েকটি দলও অংশ নেয় এ-অভিযানে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিরিয়ায় 'বিদ্রোহীদের' রকেটে জ়য়নাবের মাজারের তত্ত্বাবধায়ক নিহত
- ব্রিটেইন ও জার্মানীর গোয়েন্দারা কাজ করছেন সিরিয়ার আল-কায়েদা বিদ্রোহীদের পক্ষে
- সিরিয়ার বিদ্রোহীদেরকে ৬৫ কোটি টাকা দিবে ব্রিটেইনঃ 'কারও পক্ষ নিচ্ছি না' - বিদেশ-মন্ত্রী
- রাসায়নিক অস্ত্রের তালিকা দিয়েছে সিরিয়াঃ জিনিভা শান্তি-বৈঠকে অস্ত্রবিরতি প্রস্তাবের সম্ভবনা আসাদের
- সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে রুশ-মার্কিন সমঝোতাঃ আপাতত হামলা নয়