সংবাদ পরিক্রমা
- স্কটল্যাণ্ডে স্বাধীনতাপন্থীদের বিরাট সমাবেশঃ 'প্রাকৃতিক' সংখ্যাগরিষ্ঠতার দাবি স্যামণ্ডের
ইউকেবেঙ্গলি - ২১ সেপ্টেম্বর ২০১৩, শনিবারঃ স্বাধীন স্কটল্যাণ্ডের দাবিতে আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে গণভৌট। এতে সমর্থন আদায়ের উদ্দেশ্যে আজ এডিনবারায় এক বিরাট সমাবেশে মিলিত হয়েছিলো স্বাধীনতাপন্থীরা।
স্কটিশ ন্যাশনাল পার্টির প্রধান ও স্কটল্যাণ্ডের ফার্স্ট মিনিস্টার এ্যালেক্স স্যামণ্ড এ-সভায় আবেগী ভাষণে স্কটিশ জাতির প্রতি স্বাধীনতার ডাকে সাড়া দিতে আহবান জানান। স্বাধীনতার পক্ষের জনমতকে 'প্রাকৃতিকভাবেই সংখ্যাগরিষ্ঠ' দাবি করে স্যামণ্ড বলেন, "হ্যাঁ ভৌটের জয় হবে স্কটিশ জনগণের বিজয়"।
সভার আয়োজকরা দাবি করেন প্রায় ২০,০০০ মানুষ যোগ দিয়েছিলো, তবে পুলিস ও কাউন্সিল বলেছে, উপস্থিত লোকের সংখ্যা ১০,০০০ এর বেশি নয়।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিরিয়ার বিদ্রোহীদেরকে ভারী অস্ত্র প্রদান পশ্চিমেরঃ জবাবে সমরশক্তি পাঠিয়েছে রাশিয়া
- যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি বেতন বৃদ্ধির পাঁচগুণঃ জীবনযাত্রার ব্যয় বেড়েছে বছরে ১,০৩৫ পাউণ্ড
- ‘কী ভাবতে ও করতে হবে তা লণ্ডন থেকে বলে দেবার দিন শেষ’ - এ্যালেক্স স্যামণ্ড
- ভৌটে জিতেছে স্বীকার করার পরও পুতিনকে অভিনন্দন জানাননি ক্যামেরোন
- বিশ্ব অর্থনীতিতে যুক্তরাজ্য ৭মঃ ব্রাজিল এগিয়ে গেছে অর্থনীতির মূল্য-মানে