সংবাদ পরিক্রমা
- স্পেইনে চার দশকের মধ্যে সর্বোচ্চ বেকারত্বঃ প্রতি দু'জন তরুণের একজন কর্মহীন
ইউকেবেঙ্গলি - ২৭ জুলাই ২০১২, শুক্রবারঃ আজ প্রকাশিত এক সরকারী পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে স্পেইনের বর্তমান বেকারত্বের হার শতকরা ২৪.৬ ভাগ। অর্থাৎ প্রায় প্রতি চারজনে একজন এখন বেকার দেশটিতে। গত শতকের সত্তরের দশকের পর স্পেইনের এটিই সর্বোচ্চ বেকারত্বের রেকর্ড।
স্পেইন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ইন্সটিটিউটের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, ৫৭ লাখ কর্মক্ষম মানুষ এখন কর্মহীন। তরুণদের মধ্যে বেকাত্ব আরও ভয়াবহ - ৫৩.২৭%। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রায় ৫৩,৫০০ ব্যাক্তি চাকুরি হারিয়েছেন। পরিবারের সকল কর্মক্ষম মানুষ বেকার এমন পরিবাসের সংখ্য এখন সারাদেশের ১৭ লাখেরও বেশি।
অর্থনৈতিক দূরবস্থায় পতিত ইউরোজৌনের এ-দেশটিতে সরকার-বিরোধী মনোভাব ক্রমাগত বেড়ে চলেছে। প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের মাত্র সাত মাসের পুরনো সরকার ইতোমধ্যেই ব্যাপক বিক্ষোভের সম্মুখীন হয়েছে। বিশেষতঃ শ্রমিক ও তরুণরা ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছেন। সম্প্রতি খনি-শ্রমিকদের হরতালে বিক্ষোভকারীদেরকে পুলিসের প্রতি ঘরে-বানানো রকেট নিক্ষেপ করতে দেখা গিয়েছে।
এদিকে স্পেইনের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক কাসাবাঙ্ক জানিয়েছে গত জানুয়ারী-জুন সময়কালে তাদের মুনাফার পরিমাণ প্রায় ৮০% কমে গিয়েছে। দেশটির বৃহত্তম ব্যাঙ্ক সান্তেন্দারও গত বৃহস্পতিবার একই সময়কালে তাদের মুনাফা-হ্রাসের খবর দেয়, যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
উল্লেখ্যঃ স্পেইনের ব্যাঙ্কিং-খাতকে 'ভেঙ্গে পড়া থেকে বাঁচাতে' ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ১০০ বিলিয়ন ইউরো বেইল-আউট ঋণ দিয়েছে। মনে করা হচ্ছে, দ্রুত ঘনায়মান অর্থনৈতিক সংকট নিরসনে দেশটি খুব শীঘ্রই পূর্ণ বেইল আউট চাইবে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- বেইল-আউট চায় সাইপ্রাসঃ আইএমএফ ও ইইউ'র চেয়ে রুশ ঋণ-প্রস্তাব বেশি গ্রহণীয়
- ইউরো ত্যাগের সম্ভবনা গ্রীসেরঃ আপদ-কালীন পরিকল্পনা করছে ইইউ কেন্দ্রীয় ব্যাঙ্ক
- ইউরো অর্থনৈতিক সঙ্কট গভীরতরঃ ক্রেডিট রেইটিংয়ে দু-ধাপ পতন স্পেইনের
- ইউরোজৌনে বেকারত্বঃ স্পেইনে বেড়ে ২২.৯% আর জার্মানীতে কমে ৮.১%
- আস্থা পেলো পাপান্দ্রেও সরকারঃ গ্রীস পেলো ১২০ বিলিয়ন ইউরোর বেইল-আউট