সংবাদ পরিক্রমা
- ২০টি অঙ্গরাজ্য আলাদা হতে চায় যুক্তরাষ্ট্র থেকে
ইউকেবেঙ্গলি - ১২ নভেম্বর ২০১২, সোমবারঃ বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার এক সপ্তারও কম সময়ের মধ্যে ২০টি অঙ্গরাজ্য নিজ-নিজ স্বতন্ত্র রাষ্ট্র গঠনের লক্ষ্যে হোয়াইট হাউজের কাছে দেশটি থেকে বিচ্ছিন্ন হওয়ার আবেদন জানিয়েছে। এ-রাজ্যগুলোর ভৌটারগণ নির্বাচনে পরাজিত মিট রমনির পক্ষে বেশি ভৌট দিয়েছিলেন। খবর বিবিসি, আরটি ও বিভিন্ন সংবাদ সংস্থার।
বিচ্ছিন্নতাকাঙ্খী রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাড়া পড়েছে টেক্সাসে। সেখানকার প্রভাবশালি রিপাবলিকান নেতা পিটার মরিসনের আহ্বানের জবাবে হোয়াইট হাউজে কৃত আবেদনের পক্ষে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ২৫,০০০ জন নাগরিক সাক্ষর করেছেন। এর ফলে কেন্দ্রীয় সরকার এখন নীতিগতভাবে দায়বদ্ধ এ-ব্যাপারে পদক্ষেপ নিতে।
বিবিসি জানিয়েছে এ-পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া আবেদনগুলোতে ১ লাখেরও বেশি সাক্ষর পড়েছে। এ-প্রতিবেদন তৈরি করার সময় হোয়াইট হাউজের ওয়েবসাইট পরিদর্শন করে দেখা গিয়েছে যে টেক্সাসের আবেদনের বিপরীতে প্রায় ৩৫,০০০ স্বাক্ষর জমা হয়েছে। এছাড়াও লুইজিয়ানার আবেদনে প্রায় ১৯,০০০, ফ্লোরিডার আবেদনে ১০,০০০, আলবামার আবেদনে ৯,৯০০, উত্তর ক্যারোলিনার আবেদনে ৯,০০০, জর্জিয়ার আবেদনে ৮,৪০০, টেনেসীর আবেদনে ৮,৯০০ সাক্ষর পড়েছে।
পূর্বে একবার যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আলাদা রাষ্ট্র গঠন করেছিল। সে-ঘটনাকে কেন্দ্র করে ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত সংঘটিত হয়েছিলো আমেরিকার গৃহযুদ্ধ, যাতে পরাজিত হয়ে বিচ্ছিন্নতাকামী রাজ্যগুলো বাধ্য হয়েছিলো কেন্দ্রের নিয়ন্ত্রণে ফিরে আসতে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- আফগানিস্তান আর হুমকি নয়ঃ দ্রুত সেনা-প্রত্যাহারের ঘোষণা প্রেসিডেন্ট ওবামার
- আনন্দাশ্রু পুনঃনির্বাচিত ওবামার চোখেঃ এ-মাসেই যাবেন চীনের প্রতিবেশি বার্মা সফরে
- সিরিয়া গৃহযুদ্ধঃ জাতিসঙ্ঘ বলছে বিদ্রোহীরা যুদ্ধাপরাধী, যুক্তরাষ্ট্র চায় নতুন বিদ্রোহী-নেতৃত্ব
- যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে যুদ্ধ জাহাজ পাঠাবার পরিকল্পনা ইরানের
- ইরানে শুরু হলো জোট-নিরপেক্ষ আন্দোলনের ষোড়শ শীর্ষ সম্মেলন