সংবাদ পরিক্রমা
- প্যারিস মাতালেন ফরিদা পারভীনওয়াসিম খান পলাশ
প্যারিস মাতিয়ে গেলেন লালন সাঁইজীর গানের অনন্য-সাধারণ শিল্পী ফরিদা পারভীন। শুক্রবার শহরের ম্যারি দো লিলার গার্দ ছারস থিয়েটারে অনুষ্ঠিত এই পরিবেশনাতে মুগ্ধ হয়েছেন শত-শত বাঙ্গালী। এছাড়াও ফরিদা পারভীনের কন্ঠের মায়াতে মূর্ত হয়ে ওঠা সাঁইজীর কথা ও সুরে মোহাবিষ্ট হয়েছেন অনেক ফরাসী।
ফরাসী সরকারের পৃষ্ঠপোষকতাতে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানটির আয়োজনে ছিলেন কনসাই রেজিও ইল দো ফস। আন্তর্জাতিক সঙ্গীত উৎসবের অংশ হিসেবে ফরিদা পারভীন ফ্রান্সে আমন্ত্রিত হন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করে ওয়েব ম্যাগাজিন একটি বাংলাদেশ । ফরিদা পারভীনের আগমন উপলক্ষ্যে প্যারিসের বাংলাদেশ কমিউনিটিতে সাড়া জাগানো অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারী আনোয়ারুল হক মুকুল।
প্যারিস থেকে ওয়াসিম খান পলাশ
২৭ সেপ্টেম্বর ২০০৯