সংবাদ পরিক্রমা
- পরাভূত একজনহারিসুল হক
বেশ তো জানতাম তোমাকে। ভাবতাম তুমি হ্রদ
আমি পদ্ম, তুমি আকাশ আমি নভোচর।
এখন দেখলাম আমি সত্যি সত্যি নভোচারী।
আহ্ যাকে ভাবতাম, অপঙ্কিল নদীর মতো পবিত্র
আজ সে-ই কীনা প্রলোভনের মাছির কাছে
পরাভূত, নাকাল। আর তার স্কন্ধদেশ বেয়ে
সকরুণ ঝুলে আছে ভিখিরীর লোভী হাত
হায় রাণী, তোমার এ সুস্পষ্ট পরাভব কোনো কবি
কোনদিনই মেনে নিতে পারে না।
কারণ কবিমাত্রেরই জানা আছে, শেকড় সর্বদা নিম্মগামী
আর লোভের শেকড় সর্বগামী।
অথচ কী আশ্চর্য, আপন বৈভবে অতুলনীয়া তুমি
শোনরতেœর মোহ কাটাতে পারনি।
ফলে নদীতে এখন হিমস্রোত আর হিমবায়ে জমে যাচ্ছে
পৃথিবীর সবক'টি তাজা প্রস্রবণ। এখন সেখানে
শুধু জমাট বরফ, কেবলই বরফ
একগ্লাস পানীয় পানিও মিলবে না।
আপলৌডঃ ০৩/০১/১০