সংবাদ পরিক্রমা
- ভালোর অভিশাপ!মাহফুজ জুয়েল
তোদের এই—
ভালো ভালো কথা, ভালো ভালো সুর,
ভালো ভালো বিড়াল, ভালো ভালো কুকুর,
ভালো ভালো গান, ভালো ভালো নাচ,
ভালো ভালো প্লাস্টিক, ভালো ভালো কাঁচ,
ভালো ভালো কবিতা, ভালো ভালো গদ্য,
ভালো ভালো গল্প, ভালো ভালো পদ্য,
ভালো ভালো লেখক, ভালো ভালো কবি,
ভালো ভালো শিল্পী, ভালো ভালো ছবি,
ভালো ভালো নায়ক, ভালো ভালো নায়িকা,
ভালো ভালো গায়ক, ভালো ভালো গায়িকা,
ভালো ভালো বাজনা, ভালো ভালো বাদ্য,
ভালো ভালো পানীয়, ভালো ভালো খাদ্য...কোনো কিছুই আমার আর ভালো লাগে না।
বরং, খালি কষ্ট কষ্ট লাগে! নষ্ট নষ্ট লাগে!
জ্বালা জ্বালা লাগে! পোড়া পোড়া লাগে!
আগুন আগুন লাগে! ছাই ছাই লাগে!
দাউ দাউ লাগে! নরক নরক লাগে!
কান্না কান্না লাগে! চিতা চিতা লাগে!
শশ্মান শশ্মান লাগে! কবর কবর লাগে!আর, আমাকে-তোমাকে-আপনাকে-তোকে-তোদের সবাইকে
লাশ লাশ লাগে!
আর, কেবলই খারাপ খারাপ লাগে,
খারাপ খারাপ লাগে!
সারাক্ষণই লাগে
খারাপ খারাপ!
তোদের এই ভালোয় ভালোয় মিশে আছে ভালো ভালো পাপ!তোদের এই—
ভালো ভালো বাড়ি, ভালো ভালো গাড়ি,
ভালো ভালো নারী, ভালো ভালো শাড়ি,
ভালো ভালো মাতা, ভালো ভালো পিতা,
ভালো ভালো জুতা, ভালো ভালো ফিতা,
ভালো ভালো ছাত্র, ভালো ভালো ছাত্রী,
ভালো ভালো পাত্র, ভালো ভালো পাত্রী,
ভালো ভালো ফেইস, ভালো ভালো বুক,
ভালো ভালো চোখ, ভালো ভালো লুক,
ভালো ভালো টিপ, ভালো ভালো ফুল,
ভালো ভালো হিপ, ভালো ভালো চুল,
ভালো ভালো বন্ধু, ভালো ভালো মেশা,
ভালো ভালো নেশা, ভালো ভালো পেশা...কোনো কিছুই আমার আর ভালো লাগে না।
বরং, খালি ভয় ভয় লাগে! চোর চোর লাগে! ডাকাত ডাকাত লাগে!
খুনি খুনি লাগে! রক্ত রক্ত লাগে! পুলিস পুলিস লাগে!
আর্মি আর্মি লাগে! গুলি গুলি লাগে! যুদ্ধ যুদ্ধ লাগে!
ড্রোন ড্রোন লাগে! আমেরিকা আমেরিকা লাগে!আর, আমাকে-তোমাকে-আপনাকে-তোকে-তোদের সবাইকে
দাস দাস লাগে!
আর, কেবলই খারাপ খারাপ লাগে,
খারাপ খারাপ লাগে!
সারাক্ষণই লাগে
খারাপ খারাপ!
তোদের এই ভালোয় ভালোয় জমে আছে কালো কালো ছাপ!তোদের এই—
ভালো ভালো টিভি, ভালো ভালো চ্যানেল,
ভালো ভালো রেডিও, ভালো ভালো প্যানেল,
ভালো ভালো নিউজ, ভালো ভালো পেপার,
ভালো ভালো সাংবাদিক, ভালো ভালো ব্যাপার,
ভালো ভালো বক্তা, ভালো ভালো অনুষ্ঠান,
ভালো ভালো মিছিল, ভালো ভালো স্লোগান,
ভালো ভালো সভা, ভালো ভালো সমাবেশ,
ভালো ভালো জনগণ, ভালো ভালো দেশ,
ভালো ভালো নেতা, ভালো ভালো নেত্রী,
ভালো ভালো অভিনেতা, ভালো ভালো অভিনেত্রী,
ভালো ভালো নিয়ম, ভালো ভালো নীতি,
ভালো ভালো প্রেম, ভালো ভালো প্রীতি...কোনো কিছুই আমার আর ভালো লাগে না।
বরং, খালি ফিলিস্তিন ফিলিস্তিন লাগে!
আফগানিস্তান আফগানিস্তান লাগে!
পাকিস্তান পাকিস্তান লাগে!
ইরাক ইরাক লাগে
লিবিয়া লিবিয়া লাগে!
সিরিয়া সিরিয়া লাগে!আর, আমাকে-তোমাকে-আপনাকে-তোকে-তোদের সবাইকে
চিড়িয়া চিড়িয়া লাগে!
আর, কেবলই খারাপ খারাপ লাগে,
খারাপ খারাপ লাগে।
সারাক্ষণই লাগে
খারাপ খারাপ!
তোদের এই ভালো ভালো, ভালো নয়, ভালো ভালো খারাপ!তোদের এই—
ভালো ভালো কর্ম, ভালো ভালো কর্মী,
ভালো ভালো ধর্ম, ভালো ভালো ধর্মী,
ভালো ভালো মসজিদ, ভালো ভালো মোল্লা,
ভালো ভালো হৈ, ভালো ভালো হল্লা,
ভালো ভালো ঈদ, ভালো ভালো পূজা,
ভালো ভালো গরু, ভালো ভালো রোজা,
ভালো ভালো গুরু, ভালো ভালো চ্যালা,
ভালো ভালো লীলা, ভালো ভালো খেলা,
ভালো ভালো ক্রিকেট, ভালো ভালো ম্যাচ,
ভালো ভালো উইকেট, ভালো ভালো ক্যাচ,
ভালো ভালো বল, ভালো ভালো রান,
ভালো ভালো আড্ডা, ভালো ভালো ফান...কোনো কিছুই আমার আর ভালো লাগে না।
বরং, খালি ন্যাংটো ন্যাংটো লাগে! লজ্জা লজ্জা লাগে!
বোকা বোকা লাগে! পোকা পোকা লাগে! খোকা খোকা লাগে!
কাপুরুষ কাপুরুষ লাগে! কা-নারী কা-নারী লাগে!
কা-যুবক কা-যুবক লাগে কা-যুবতী কা-যুবতী লাগে!
কা-বাঙালি কা-বাঙালি লাগে!আর, আমাকে-তোমাকে-আপনাকে-তোকে-তোদের সবাইকে
কা-মানুষ কা-মানুষ লাগে!
আর, খালি খারাপ খারাপ লাগে,
খারাপ খারাপ লাগে।
সারাক্ষণই লাগে
খারাপ খারাপ!
ভালোয় ভালোয় দূর হোক, তোদের এই ভালোর অভিশাপ!১ সেপ্টেম্বর ২০১৪