সংবাদ পরিক্রমা
- মানুষের চোখগুলো আহত আকাশসৈয়দ রুম্মান
কি অনায়াসে পুরে নিলে আস্ত একটি রাষ্ট্র তোমার মুঠোয়,
বিকলাঙ্গ প্রজাপতিগুলো হাতড়িয়েছিলো দুঃখের আইলে আইলে
কিন্তু তাঁদের চোখে আবারও নেমে এলো ভোমরার শূল;
দেখি, মানুষের চোখগুলো আহত আকাশ!আমাদের বিশ্বাসে ট্রোজানের যবনিকা এলো,
গোলাপের লাল পাপড়িগুলো হয়ে গেল মুড়ি-মুড়কি-খই।বণিক-আয়না তবে এবার আলোকভেদ্য...
কুশীলব-পর্ব ছাপিয়ে হলে তীক্ষ্ণ তীরন্দাজ।
আলোকবর্ষগুলোও দেখবে তোমার ঠোঁটে তাড়কার হাসি;
বিদীর্ণ ত্রাচিসতে ঘোরে এ কোন অ্যাফিয়ান্তেস!১৭ সেপ্টেম্বর ২০১৪
কমার্শিয়াল স্ট্রীট, লণ্ডন