সংবাদ পরিক্রমা
- হিউইটস ফার্ম Hewitts Farm
লন্ডনের উপকন্ঠে কেন্টের ওরপিংটনে ফলমূল আর শাক-সবজীর বাগান। ৭৮ একর আয়তনের এই ফার্মে নিজের হাতে গাছ থেকে ফল পাড়া আর মাঠ থেকে শাক-সবজী তোলার আনন্দ উপভোগ করতে পারবেন। প্রবেশ সকলের জন্য উন্মুক্ত। ফার্ম থেকে বেরুবার সময় গেইটে দাঁড়িয়ে বাগান থেকে সংগ্রহ করা ফল ও শাক-সবজির মূল্য পরিশোধ করতে হয়।
হিউইটস ফার্মে পাবেন নানান জাতের প্লাম, বেরী, আপেল, হোয়াইট রুট, বিট রুট, ক্যাবেইজ, কলি ফ্লাওয়ার, ব্রোকলি, কোজ়েট, ম্যারো, সুইট কর্ন, শিম, শসা ও মিষ্টি কুমড়া।
হিউইটস ফার্ম খোলা থাকে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত। দলবলে যেতে চাইলে আগে থেকে যোগাযোগ করুন। সংখ্যায় কমে হলে সরাসরি যাওয়া যায়।
ঠিকানাঃ Hewitts farm, Court road (A224), Chelsfield, Orpington Kent BR6 9BX
ফোনঃ 07768 105669 or 07837 755067কিভাবে যাবেন?
ট্রেইনঃ লোকাল স্টেশন knockholt [ লন্ডন ব্রীজ স্টেশন থেকে সেভেনওকসমুখী ট্রেইন নিতে হবে]
গাড়ীঃ হিউইটস ফার্মের ওয়েবসাইটের (http://www.hewittsfarm.co.uk/index.html ) ‘কন্ট্যাক্ট আস’ পৃষ্ঠা দেখুন।১৩/০৮/১০