তুলসির দেখা
মেয়েটি আপন মনে খেলতে-খেলতে, থেকে-থেকে, উদাস হয়ে সমূদ্রের দিকে তাকিয়ে দেখে। দীর্ঘক্ষণ! যেনো কারও অপেক্ষা করছে সে। কিংবা কোনো দূর অতীত রোমন্থন করছে। উঁচু পাথরটায় চড়ে সে সমূদ্র দেখে। তারপর আবার নীচে নেমে খেলতে বসে। আবার পাথরটার উপর বসে। উদাস চোখে সমুদ্র দেখে। বয়স বড়ো জোর পাঁচ-ছয়।
লক্ষ্য করলাম, মেয়েটির খেলার সরঞ্জাম হচ্ছে ধুলো-বালির ভাত, ফুল-পাতার তরকারি এবং প্লাষ্টিকের ক্ষুদে থালা-বাসন। বুঝতে অসুবিধে হয়নি সে তার নিজস্ব ক্যাফে বানিয়ে অদৃশ্য খদ্দেরদের সার্ভ করছে। ...»