ঈদের চাঁদে কলঙ্ক
বাংলাদেশে এবার যেনো ঈদের চাঁদ উঠেছে বিশাল কলঙ্কের দাগ নিয়ে। উৎসবের আয়োজন ছাপিয়ে, চাঁদরাত ২৮শে জুলাই থেকে, ঢাকার তোবা ফ্যাশনের পোশাক শ্রমিকেরা অনশন করছেন। তাঁরা অনশন করছেন মালিকের কাছ থেকে তাঁদের তিন মাসের বকেয়া মজুরি ও বৌনাস আদায়ের লক্ষ্যে।
৩১শে জুলাই আমি তোবা ফ্যাশন কারখানায় গিয়েছিলাম অনশনরত সংগ্রামী শ্রমিকদের দেখার জন্য। দেখলাম, অনেকেই দুর্বল হয়ে পড়েছেন। অনেকেরই বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। ...»